HTML কি ও ভার্সনসমুহ:
HTML কি?
HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয় ।
একনজরে এইচটিএমএল ভার্সনসমূহ
| ভার্সন | সন |
|---|---|
| এইচটিএমএল | ১৯৯১ |
| এইচটিএমএল(২.০) | ১৯৯৫ |
| এইচটিএমএল(৩.২) | ১৯৯৭ |
| এইচটিএমএল(৪.০১) | ১৯৯৯ |
| এক্সএইচটিএমএল | ২০০০ |
| এইচটিএমএল(৫) | ২০১৪ |
একেবারেই সাধারণ একটি এইচটিএমএল ডকুমেন্ট
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
</body>
</html>
বি:দ্র: Output দেখার জন্যে একটা নোটপ্যাড open করে উপরের উদাহরনের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser দিয়ে open করুন।
Comments
Post a Comment