HTML Element/এলিমেন্ট:
HTML এ যেকোন শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে ইলিমেন্ট বলা হয়। যেমন <h1> This is an example of element.</h1> । এখানে <h1> হেডার1 শুরু এবং </h1> হেডার1 শেষ ট্যাগের মাঝে This is an example of element. লেখা হয়েছে, তাই <h1> This is an example of element.</h1> একটি ইলিমেন্ট। কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমন <br /> ,<img /> ইত্যাদি।
একটি এইচটিএমএল এলিমেন্ট সচরাচর একটি <ওপেনিং> ট্যাগ এবং একটি </ক্লোজিং> ট্যাগ নিয়ে গঠিত হয় এবং ট্যাগদ্বয়ের মাঝে কন্টেন্ট থাকে।
ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছু নিয়েই এইচটিএমএল এলিমেন্ট গঠিত হয়ঃ
ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছু নিয়েই এইচটিএমএল এলিমেন্ট গঠিত হয়ঃ
এইচটিএমএল এলিমেন্টের গঠন

নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট
এইচটিএমএল এলিমেন্ট নেস্টেড হতে পারে। অর্থাৎ এলিমেন্টের মধ্যেও এলিমেন্ট থাকতে পারে।
সকল এইচটিএমএল ডকুমেন্টই নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট দিয়ে গঠিত হয়।
নিম্নের এইচটিএমএল ডকুমেন্টটি ৬টি এইচটিএমএল এলিমেন্ট নিয়ে গঠিত হয়েছেঃ
উদাহরণ প্রোগ্রাম:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল এলিমেন্ট</title>
</head>
<body>
<h3>ডকুমেন্ট হেডিং</h3>
<p>এটি একটি প্যারাগ্রাফ।</p>
</body>
</html>
বি:দ্র: Output দেখার জন্যে একটা নোটপ্যাড open করে উপরের উদাহরনের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি যে কোন Browser দিয়ে open করুন।
Comments
Post a Comment