Silent war - Episode 01


আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন । এই মানুষের আকৃতি প্রদান করেছে একজন থেকে অন্যজন কে আলাদা ভাবে চেনার জন্য । মানুষ সেটার নাম দিয়ে করেছে আরো মর্যাদা পূর্ণ । মানুষের মাঝে দিয়েছে যোগ্যতা ,নিজে কাজ করে খাওয়ার ক্ষমতা । পুরুষ ও নারীকে সৃষ্টি করেছে বিপরীত আকর্ষণ দিয়ে । নারীকে বানানো হয়েছে সুন্দরি আর পুরুষকে পূজারী। গতানুগতিক পরিচিত ও প্রচলিত কথা বললাম । যেহেতু আমি লেখার প্রথম লাইন এ আল্লাহ পাকের কথা বলেছি সেহেতু আমি আমার লেখার মাঝে ইসলাম কে সন্মানিত রাখব । আমরা কমবেশি সবাই মিস্টি খেতে পছন্দ করি । অন্যান্য খাবার অনেকে খুব পছন্দ থাকলেও মিষ্টি টার প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা কাজ করে। কারন মিষ্টান্ন খাবারের পরিধি অনেক ব্যাপক ও রকমারি । তাই আমরা মিষ্টি বাসায় আনলেই সেটাতে যেন পিপড়া না উঠে এ কারনে নানান ব্যাবস্থা প্রহন করি । ফ্রিজে রাখি, প্যাকেট টা ভালোভাবে বেধে রাখি, একটা থালায় পানি দিয়ে মাঝখানে উচু বাটি দিয়ে মিস্টি রাখি,ঘরের উচুতে ঝুলিয়ে রাখি আরো অনেক ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করি । কারন কথাই বলে  " গুড় ৫০ তলার উপরে থাকলেও পিপড়া কিন্তু ঠিকিই খুজে নেই " মিস্টি আর পিপড়ার কথা এখানে শেষ নয় কারন এখানে পিপড়ার জীবন আর মিস্টির মান দুটিতেই আজ মরন ব্যাধি ধরেছে ......(চলবে)
Shorno Present

Comments