What or why to Blog !!!





ঘুম থেকে উঠে একটি শেয়ার দেখলাম। সেখানে একজন ব্লগারের ফেসবুক প্রোফাইল শেয়ার করা হয়েছে সাথে লেখা হয়েছে  " ব্লগার নাস্তিক একে রিপোর্ট করুন , শেয়ার করে জানিয়ে দিন সবাই কে"।আজ কাল বড় লেখা স্ট্যাটাস দিতে মন চাই না কারন মানুষের সময় নাই পড়ার । আমার মনে হয় , যে কোন কিছু নিয়ে আলোচনা কিংবা সমালোচনা যেটাই হোক না কেন , প্রচার দুইটার কারনে হয়ে থাকে । আমাদের দেশে মোট জনসংখ্যার ৬.৫% ইন্টারনেট ব্যাবহার করে যার ৩.৩% ফেসবুক আর ১.৪% ব্লগিং করে থাকে ( জরিপ ISP & PSTN ,2014) আমাদের অনেকে জানেই না ঠিকমত ব্লগিং কি ? অনেকে ভাবে ব্লগার মানেই নাস্তিক । আর সাথে বাঙ্গালির ছিঃ ছিঃ তো আছেই । সংজ্ঞায়িত না বলে শুধু বল্ব ব্লগিং একটি স্বাধীন মঞ্চ ডিজিটাল ডাইরি , এখানে আপনি লিখতে পারেন দেখাতে পারেন অর্থ উপার্জন করতে পারেন । যেহেতু এটি স্বাধীন মঞ্চ সেহেতু এখানে পৃথক পৃথক মানুষ তাদের রুচির বহির প্রকাশ ঘটাবেই। ঘটনা,এই অর্থ উপার্জন নিয়ে । কিছু লোভী  মানুষ যারা ধর্ম , মানুষের আবেগ, ঈর্ষা , উত্তেজনা কে কাজে লাগিয়ে এই ব্লগিং এবং ব্লগারের সম্পর্কে মিথা প্রচারনা করে আসছে । বেহেস্তেও কিছু জিনিস নিষিদ্ধ থাকে যার কারনে আজ আদম পৃথিবীতে , আর এটা তো পৃথিবী, এখানে চলতে ফিরতে ভালো মন্দ। তাই কোন কিছুকে ঢালাও ভাবে মন্দ না বলে ............ সঠিক বুদ্ধি ও বিচক্ষণতার সাথে পরিমাপ করা উচিত বলে আমি মনে করি।


Comments